
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:২৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ১৪ বছর বয়সি এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার দুপুরে উপজেলার পৌর এলাকার নয়নপুরের ওই কিশোরীর বাড়িতে গিয়ে তার বিয়ে বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী।
এ সময় বাল্যবিয়েতে রাজি হওয়ায় বরের বাবাকে ৪ হাজার টাকা করে জরিমানা
করা হয়। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজনের ব্যাপারে কিশোরীর দাদা
ও বরের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
স্থানীয় এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৪ বছরের ওই কিশোরী স্থানীয়
একটি মাদ্রাসায় পড়ে। পারিবারিকভাবে জেলা শহরের ভাদুঘর দক্ষিণপাড়া এলাকার বরকত আলীর
ছেলে মো. নিলয়ের (২০) সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বর-কনের উভয় পক্ষের সম্মতিতে শুক্রবার
দুপুরে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি জেনে প্রশাসনকে
জানায় স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ
করে দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেন, ‘ভ্রাম্যমাণ
আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। উভয়পক্ষ মুচলেকা দিয়েছেন।’