
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:১০ এএম
মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ এএম

আরও পড়ুন
পটুয়াখালীর দুমকিতে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে আছিয়া নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঞ্চলিক কৃষি গবেষণা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আছিয়া লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের মৃত হারুনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া লেবুখালী পায়রা পয়েন্ট থেকে নিজের বাড়িতে
ফিরছিলেন। এ সময় পটুয়াখালীগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি পরে মহাসড়কে
পরে যান। ওই সময় ধাক্কা দেওয়া মাইক্রাবাসের
চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
দুমকি থানা অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে
পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাস শনাক্তের কাজ চলছে।