
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় স্কুলশিক্ষক আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৪৩ এএম

আরও পড়ুন
ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় স্কুলশিক্ষক ও নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) মোহাম্মদ ইউসুফকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ফেনী সদরের বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাজমহল কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইউসুফ ছনুয়া ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের আবুল কালামের ছেলে এবং লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বিরুদ্ধে শর্শদি ইউনিয়ন ছাত্রদল নেতা শিবলুকে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ২০১৭ সালের ৩১ অক্টোবর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরের ওপর হামলার ঘটনা ঘটে। ৭ বছর পর ২০২৪ সালের ১১ অক্টোবর যুবদল নেতা সুলতান মো. সিকান্দার ছাগলনাইয়া থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন। ইউসুফ ওই মামলার এজাহারনামীয় আসামি।
এছাড়া ২০২৩ সালের ১৩ মে ফেনী সদরের শর্শদি ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলুকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ২০২৪ সালের ৩ অক্টোবর তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
স্থানীয়রা জানান, ২০১৬ সালে ছনুয়া ইউনিয়নের কাজী আবদুর রবের মৃত্যুর পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করিমুল হকের সহযোগিতায় ইউসুফ বিধিবহির্ভূতভাবে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগ পান।
লেমুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী জানান, নিয়োগের সময় ইউসুফের স্থায়ী ঠিকানা ছিল শর্শদি ইউনিয়ন। পরে কাজী পদ পাওয়ার জন্য তিনি ঠিকানা পরিবর্তন করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ইউসুফকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।