Logo
Logo
×

সারাদেশ

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার দ্বন্দ্ব

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার দ্বন্দ্ব

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের দ্বন্দ্ব ও একে অপরের ওপর অফিস ভাঙচুর ও আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেওয়ার পালটাপালটি অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের আজাদী ময়দানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই রাত ১০টার দিকে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পার্কিং করা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভান।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের একদল যুবক কোনো কারণ ছাড়াই আজাদী ময়দানে আমার অফিসে ভাঙচুর চালায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন যুগান্তরকে বলেন, আমি গাড়িটা একটা স্থানে রেখে দেওয়ার কিছুক্ষণ পরই গাড়ির কাছে গিয়ে দেখি গাড়িটিতে কে বা কারা আগুন দিয়ে চলে গেছে। কাউকে সন্দেহ করেন কিনা- এ প্রশ্নের জবাবে সাব্বির জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে দায়ী করেন।

সদর থানার ওসি (তদন্ত) রাসেল মোল্লা রাতে যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের অফিস ভাঙচুরের ঘটনা ঘটলে শুক্রবার রাত ৮টার দিকে একজন হাতে লিখে একটা অভিযোগ জমা দিতে এসেছিল, আমি সেটা গ্রহণ করিনি। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম