Logo
Logo
×

সারাদেশ

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২২ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চরফ্যাশনে পূর্বের বিরোধের সমঝোতার সালিশে না আসায় বাড়িতে গিয়ে মো. মাসুদ (৩৫) নামে এক যুবককে রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরের দিকে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মাতাব্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ স্থানীয় মো. খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল আমিন ও নিহত মাসুদ এবং তার ভাইদের সঙ্গে মারামারি হয়। এ নিয়ে শুক্রবার সকালে তাদের মধ্যে সমঝোতার সালিশ বসার কথা থাকলেও মাসুদ ও তার পরিবার সেখানে না যাওয়ায় ক্ষিপ্ত হন আল আমিন ও তার সমর্থকরা। পরে দুপুরের দিকে আল আমিনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মাসুদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তারা রড ও লাঠি দিয়ে মাসুদ ও তার ভাইয়ের পরিবারের সদস্যদের মারধর করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।

দুলারহাট থানার ওসি জানান, পুরো বিষয়টির তদন্ত চলছে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছেন তারা।

যুবক সালিশ না যাওয়া পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম