
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:১০ এএম
ফাঁদে ধরা পড়ল মেছোবাঘের বাচ্চা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম

আরও পড়ুন
কলমাকান্দা উপজেলায় এক খামারি ফাঁদ পেতে একটি মেছোবাঘের বাচ্চা আটক করেছেন। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে পাচুড়া গ্রামের শেখ জামালের হাঁসের খামার থেকে মেছোবাঘের বাচ্চাটি আটক করা হয়।
বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দুই ফুট, লম্বায় তিন ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, একটি হাঁসের খামার থেকে মেছোবাঘের বাচ্চা আটকের খবর পেয়েছি। বন-জঙ্গলে হয়ত খাবার না পেয়ে বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
খামারি শেখ জামাল বলেন, গত দুই মাসে রাতের বেলা আমার খামারের অন্তত ২৮টি হাঁস খেয়েছে। আমি ভেবেছিলাম শিয়াল অথবা বনবিড়াল জাতীয় কোনো প্রাণী হাঁসগুলো খেয়েছে। পরে ফাঁদে মেছোবাঘ ধরা পড়ে। গ্রামের লোকজন মেরে ফেলতে চেয়েছিল। আমি তা হতে দিইনি। উপজেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়েছে মেছোবাঘটি উদ্ধার করে নিয়ে যেতে।