
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৫:২৭ এএম
‘অভিযানের ক্ষতি পুষিয়ে নেওয়ার পরই ড্রেজার মেশিন তুলব’

ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

আরও পড়ুন
অবৈধভাবে নদ থেকে বালু তুলে আসছিল বালু ব্যবসায়ী মাহমুদ। অভিযান চালিয়ে বালু তোলা বন্ধ করে প্রশাসন। ভেঙে দেয় ড্রেজার। তাই অভিযানের ক্ষতি পুষিয়ে নিতে নদ থেকে ফের বালু তুলছেন ওই ব্যবসায়ী। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘অভিযানে আমার ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নেওয়ার পরই নদ থেকে ড্রেজার মেশিন তুলব।’
ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার কুমার নদের।
স্থানীয়রা জানান, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলার গট্টি ইউনিয়নের
রসুলপুর বাজার সংলগ্ন এলাকায় কুমার নদের মাঝে ড্রেজার মেশিন বসিয়েছেন বালু ব্যবসায়ী
মাহমুদ। ঈদের দীর্ঘ ছুটিতে অফিস-আদালত বন্ধের সুযোগে নদ থেকে রাতদিন তোলা হচ্ছে বালু।
নদের পাড়ের সড়ক ছিদ্র করে পাইপ বসিয়েছেন তিনি। এতে করে নদীর পাড় এবং কোটি টাকা ব্যয়ে
নির্মিত সড়ক ও সেতু হুমকিতে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, অভিযান চালিয়ে কুমার নদ থেকে বালু
তোলা বন্ধ করেছিল প্রশাসন। কিন্তু ঈদের দীর্ঘ ছুটিতে আফিস-আদালত বন্ধের সুযোগে বালু
তোলা শুরু হয়েছে। এতে হুমকির মধ্যে পড়েছে নদীর পাড় ও পাড় সংলগ্ন সড়ক এবং সেতুও।
রবিউল ইসলামের অভিযোগ, বালু ব্যবসায়ী মাহমুদ দীর্ঘদিন ধরে এলাকার ফসলি
জমি ও নদী ধ্বংস করে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগের বিষয়ে মাহমুদ বলেন, ‘সরকারি অভিযানে আমার ক্ষতি হয়েছে। সেই
ক্ষতি পুষিয়ে নেওয়ার পরই মেশিন তুলে নেব।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, ‘মাহমুদের
ড্রেজার আগেই ভাঙা হয়েছে। নতুন করে বালু তোলার তথ্য পেলে আবার অভিযান করা হবে।’