
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম
গৃহস্থালির বর্জ্যে ভরাট হচ্ছে শত বছরের পুরোনো মরা ছড়া, জলাবদ্ধতার শঙ্কা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০১:১১ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকায় পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম শত বছরের পুরনো মরা ছড়া। তবে ছড়াটিতে ফেলা হচ্ছে গৃহস্থালির বর্জ্য। ফলে ছড়াটি দিয়ে অবাধ পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। পাশাপাশি এলাকার বর্জ্যের দুর্গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ। আসন্ন বর্ষায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে ওই এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নিচ্ছে না।
জানা গেছে, পৌর এলাকার ৮ নাম্বার ওয়ার্ডের মিরের খিল আব্বাসিয়ার পুল
সংলগ্ন মরা ছড়াটিতে ফেলা হচ্ছে চিপস, জুস, বিস্কুটের প্যাকেটসহ গৃহস্থালির বিভিন্ন
বর্জ্য। এগুলো কখনও কখনও ওই চট্টগ্রাম-খাগড়াছড়ির মহাসড়কে বিচ্ছিন্নভাবে ছড়ানো-ছিটানো
অবস্থায় পড়ে থাকে। এছাড়া ছড়ায় পানি কম থাকায় এসব বর্জ্য ছড়ার কাঁদামাটিতে, জলজ ঘাসে,
শুকনো স্থানে আটকে আছে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন ভ্যানে করে মরা ছড়ায় পলিথিন,
গৃহস্থালির বর্জ্য ও বাসাবাড়ির বর্জ্য ফেলছেন একটি চক্র। এতে এলাকার পরিবেশ দূষিত হওয়ার
পাশাপাশি উক্ত মহাসড়কের পাশ দিয়ে দুর্গন্ধে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে।
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ বি এম
মশিউজ্জামান বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়া
হবে।’