
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৫ এএম
নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২০ এএম
-67ef4fe48823b.jpg)
প্রতীকী ছবি।
আরও পড়ুন
ফরিদপুরের নগরকান্দায় মাহাবুর মোল্লা (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের ফসলি জমি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। মাহাবুর মোল্লা দহিসারা গ্রামের সাইফুর রহমান মোল্লার ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা মাহাবুর মোল্লার লাশ দেখতে পেয়ে নগরকান্দা থানায় খবর দেয়। পরে রাতে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
মাহাবুর মোল্লার বাবা সাইফুর রহমান মোল্লা বলেন, গত বুধবার রাত ৯টার দিকে আমার ছেলে মাহাবুর বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়িতে না ফেরায় মনে করছিলাম, হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ির পাশের লুকমান সরদার আমার ছেলের লাশ দেখতে পায় এবং আমাদের খবর দেয়।
নগরকান্দা থানার ওসি মো. সফর আলী বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ বের করার অনুসন্ধান চলছে।