
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৪ এএম
ডোমারে সালিশ বৈঠকে ডেকে নিয়ে সাবেক কাউন্সিলরকে মারধর

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩২ এএম

আরও পড়ুন
নীলফামারীর ডোমার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে সালিশ বৈঠকের নামে ডেকে নিয়ে বেধড়ক পেটানো হয়েছে। পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বুধবার রাতে পৌর এলাকার মডেল স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাক রাজা। তিনি দৈনিক জনতার ডোমার উপজেলা প্রতিনিধি বলে জানান এ সময়।
রাজা জানান, মডেল স্কুলপাড়ায় পরকীয়ার একটি ঘটনা সুরাহা করার জন্য বুধবার রাতে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছার পর আলোচনার একপর্যায়ে ওই এলাকার তরিকুল ইসলাম ও তার লোকজন রশি দিয়ে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে স্বাধীন নামে এক যুবককেও মারধর করা হয়।
তবে তরিকুল তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পালটা অভিযোগ তুলে বলেন, রাজার লোকজন রাতে আমার বাড়িতে হামলা চালিয়েছে। এতে আমি ও আমার পরিবারের একাধিক সদস্য আহত হয়েছি। তারা আমাকে এলাকাছাড়া করার হুমকি দিয়েছে।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুলতানা রাজিয়া জানান, গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে স্বাধীন নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।