Logo
Logo
×

সারাদেশ

দুলাভাইয়ের বাড়িতে পরকীয়া প্রেমিক যুগলের আত্মহত্যা

Icon

তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পিএম

দুলাভাইয়ের বাড়িতে পরকীয়া প্রেমিক যুগলের আত্মহত্যা

বরগুনার তালতলীতে দুলাভাইয়ের বাড়ি থেকে পরকীয়া প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার ৪নং শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া গ্রামে রহিম ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম ইকবাল হাওলাদার। তিনি বরগুনার বেতাগী উপজেলার পূর্ব রানিপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে। পরকীয়া প্রেমিকা পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার সুবিদখালী গ্রামের লামিয়া বেগম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ২ এপ্রিল বিকালে পরকীয়া প্রেমিকা লামিয়াকে নিয়ে দুলাভাইয়ের বাড়ি বেড়াতে আসেন ইকবাল হাওলাদার। বোন ও দুলাভাই ঢাকায় থাকায় তাদের আপ্যায়ন করেন তালই রহিম ডাক্তার। ব্যাপারটি জানাজানি হলে লজ্জার কারণে ওই বাড়ির দোতালায় উঠে প্রেমিক ইকবাল প্রেমিকার ওড়না গলায় পেঁচিয়ে ও লামিয়া ওই বাড়িতে থাকা নাইলনের রশি বেঁধে একইসঙ্গে আত্মহত্যা করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, যুগলের আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রেমিক বরগুনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম