
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৭:২৩ এএম
যমুনায় নৌকাডুবিতে ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ১

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:৫১ পিএম

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে কৃষকসহ নৌকাডুবির পর দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন আরও একজন।
বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলার কুলকান্দি খেয়াঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম।
উদ্ধারকৃত বিল্লাল উপজেলার কুলকান্দি মধ্যপাড়ার সামছুল মণ্ডলের ছেলে ও অন্যজন দেওয়ানগঞ্জ উপজেলার আবু হানিফের ছেলে সেলিম হোসেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহারুল বলেন, অন্তত ৪০ থেকে ৫০ জন কৃষক চরকুলকান্দিতে ফসলি জমিতে কাজ করতে যাচ্ছিলেন। তারা কুলকান্দি জিরোপয়েন্ট খেয়াঘাট থেকে নদী পার হবার সময় মাঝপথে ডুবে যায় খেয়া নৌকাটি। এ সময় সাঁতরে অন্যরা তীরে উঠলেও নিখোঁজ হন তিনজন।
তিনি আরও বলেন, খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বিল্লাল মণ্ডল ও সেলিমের মরদেহ উদ্ধার করা হয়। অপর এক কৃষককে উদ্ধারে অভিযান চলছে। বিল্লাল মণ্ডল ও সেলিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইদ বলেন, বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলার কুলকান্দি এলাকায় নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্যজন উদ্ধারে অভিযান চলমান রয়েছে।