
প্রিন্ট: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১১ এএম
পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ১১ গরু চুরি

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পিএম

আরও পড়ুন
সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনার চর থেকে কৃষকের ১১টি গরু চুরি হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে কৃষক আলমগীর ও পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যায়।
কৃষক আলমগীর হোসেন দেওয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কাদেরের ছেলে।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ৮ থেকে ১০ জন লোক আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। এ সময় আমার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়াল ঘরে থাকা মোট ১৫টি গরুর মধ্যে ছোট ৪টি বাছুর রেখে ১১টি গরু নিয়ে যায়। এর মধ্যে ৩টি বড় ষাঁড় গরু, ৩টি বকনা, একটি ছোট ষাঁড় ও ৪টি গাভি রয়েছে। ১১টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা হবে বলে জানা গেছে।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি বলেন, ঘটনাটি শুনেছি, তবে এ নিয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা করেনি।