
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ১২:০২ এএম
মহুয়া কমিউটার ট্রেনে আগুন, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম

আরও পড়ুন
গাজীপুরের শ্রীপুরে সাত খামাইর স্টেশনে মহুয়া কমিউটার চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। টেনে আগুনের ফলে এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার বেলা সোযা ১১টার দিকে ঢাকা থেকে মহুয়া গামী মহুযা কমিটার ট্রেনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সোয়া ১১টার সময় ট্রেনের ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চলাচ্ছে।
তাৎক্ষণিক কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।