
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:০৪ পিএম
তিতাসে উপজেলা ছাত্রশিবির সভাপতির বাবাকে কুপিয়ে জখম

কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৬:১৩ পিএম

কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. ইব্রাহিম খলিলের বাবা মো. স্বপন মিয়াকে (৫০) কুপিয়ে জখম করেছে মো. জসিম উদ্দিন।
অভিযুক্ত জসিম উদ্দিন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়ার মামাতো ভাই।
বুধবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে কড়িকান্দি বাজারে এ ঘটনা ঘটে। পরে আহত স্বপন মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করায়।
এ ঘটনায় জসিমকে গ্রেফতারের দাবিতে উপজেলা ছাত্রশিবির ও ছাত্র-জনতা বেলা সাড়ে ১১টায় গৌরীপুর-হোমনা সড়ক অবরোধ করেন।
এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জসিমসহ আওয়ামী লীগের দোসরদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবে বলে আশ্বস্ত করে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী নেতা মহসিন ভূঁইয়ার ছত্রছায়ায় তার মামাতো ভাই জসিম গত ১৫ বছর চুরিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে। তারই ধারাবাহিকতায় জসিম ছাত্রশিবির সভাপতি ইব্রাহিম খলিলদের জমির মাটি খুঁড়ে সেচপাম্পের পাইপ চুরি করার চেষ্টা করে। এতে আহত স্বপন মোল্লা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ বিষয়ে তিতাস থানার (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, ঘটনা জানার পর থেকেই অভিযুক্ত জসিমকে গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।