
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:০৩ পিএম
চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখার আহ্বান শিবিরের বিদায়ী সভাপতির

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৬:০১ পিএম

আরও পড়ুন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি মঞ্জুরুল ইসলাম আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে বলে ছাত্রসমাজের কাছে আহ্বান জানিয়েছেন।
বুধবার নাটোরের লালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা পূর্ব শাখা শিবির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পশ্চিম শাখা সভাপতি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নাটোর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী উপজেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, জেলা সেক্রেটারি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা।
সমাবেশে বর্তমান ও সাবেক জেলা-উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা স্মৃতিচারণ করেন এবং সংগঠনকে সংগঠিত করার আহ্বান জানান।