
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:১৩ পিএম
সারিয়াকান্দিতে অটোভ্যান উলটে চালক নিহত

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৬:০০ পিএম

প্রতীকী ছবি।
আরও পড়ুন
বগুড়ার সারিয়াকান্দিতে আখবোঝাই অটোরিকশাভ্যান উলটে আবদুল হাকিম (৩২) নামে চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত অটোরিকশাভ্যান চালক আবদুল হাকিম বগুড়ার ধুনট উপজেলার ঝিনাই গ্রামের মোফাজ্জল সরকারের ছেলে।
তিনি মঙ্গলবার বিকালে অটোরিকশাভ্যানে আখবোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকাল সোয়া ৩টার দিকে সারিয়াকান্দির কুতুবপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারান। এ সময় অটোরিকশাভ্যান উল্টে গেলে নিচে চাপা পড়ে চালক আবদুল হাকিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত অটোরিকশাভ্যানের চালক আবদুল হাকিমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।