
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম
ভোলায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা

যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১১:০৬ পিএম

আরও পড়ুন
ভোলা সদর উপজেলায় বিএনপি নেতা জামাল উদ্দিন হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্টি গ্রামের ৫ শতাংশ জমি নিয়ে সংঘর্ষ ঠেকাতে গেলে জামাল উদ্দিন হাওলাদারকে পিটিয়ে হত্যা করা হয়।
জামাল উদ্দিন হাওলাদার (৬০) উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
এদিকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যার পর নিহতের স্বজন ও বিএনপির ভোলা-ভেলুমিয়ার নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
জানা গেছে, কুঞ্জপট্টি মৌজায় মো. ইব্রাহীম রাঢ়ি নামের এক ব্যক্তি ৫ শতাংশ জমি কেনেন। কেনার পরে পাশের জমির মালিক মো. আলম বেপারী ওই জমি দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে গত কয়েক বছর ধরে। এ বিরোধের জের ধরে কয়েকবার সংঘর্ষ হয়েছে। ঈদের দিনেও উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই পক্ষ লাঠিয়াল ভাড়া করে জমি দখল করতে যায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে জামাল উদ্দিন হাওলাদার বাঁধা হয়ে দাঁড়ায়। তিনি বলেন- তোমরা মারামারি বন্ধ কর, আমি তোমাদের সমস্যা সমাধান করে দেব। এ সময় জামাল উদ্দিনের মাথায় ও শরীরে এলোপাতাড়ি পেটানো শুরু করলে তিনি ঢলে পড়েন। এ সময় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিন্তু বাড়ি আনার পথে পথিমধ্যে নড়ে উঠলে তাকে আবার বরিশালে বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক বিকাল ৫টার দিকে তাকে পুনরায় মৃত ঘোষণা করেন।
ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ওরফে কুট্টি ডাক্তার জানান, জামাল উদ্দিন দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়েছিলেন। কিন্তু ইব্রাহীম রাঢ়ির ছেলে তার মাথায় প্রথম আঘাত করে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয়রা ও বিএনপি বিক্ষোভ প্রদর্শন করেছে।
ভোলা সদর থানার ওসি মো. হাচনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পাননি। ঘটনার তদন্তে পুলিশ মাঠে রয়েছে।