
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৮ পিএম
টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

আরও পড়ুন
হবিগঞ্জের বাহুবলে মোটরসাইইকেলের ব্যাটারি ক্রয়কে কেন্দ্র করে দুই গ্রামের দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে বানিয়াগাঁও ও চারগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। প্রথম ধাপে পু্লিশ সংঘর্ষ টেকাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পু্লিশের যৌথ টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আকাশের সঙ্গে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারি ক্রয় নিয়ে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানাজানি হলে উভয় গ্রামের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনজন পু্লিশ সদস্য আহত হয়েছেন।