
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:২৭ পিএম
ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন অনিক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পিএম

আরও পড়ুন
চট্টগ্রামের লোহাগাড়ায় ঈদের আনন্দে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইমন খান অনিক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের দক্ষিনে হাজীপাড়া ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অনিক উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড হরিদাঘোনা এলাকার বাসিন্দা নুরুল কবিরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ দূর্ঘটনায় নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে অনিক মোটরসাইকেলে ঘুরতে বের হলে উপজেলার বড়হাতিয়া সেনেরহাটের সামান্য দক্ষিনে হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে নীচে পড়ে যায়।এতে তার মাথায় প্রচুর আঘাত লাগে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনসহ অনিকের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।