
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ এএম
ঈদ আনন্দে মেতেছিল শেরপুরের শিশুরা

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ এএম

আরও পড়ুন
সোমবার পবিত্র ঈদুল ফিতরে দিনে ঈদের নামাজের পর থেকেই শেরপুরের সব বয়সের শিশুরা আনন্দে মেতেছিল । তারা ঈদের আনন্দ উপভোগে ছিল আত্মহারা।
ঈদের দিন বলে কথা। মা-বাবা ও অভিভাবকদের শাসন বারণের ছিলো না কোন কড়াকড়ি। তাই শিশুরা বাসা বাড়ি থেকে বের হয়ে মনের আনন্দে ঘুরে বেড়িয়েছে শিশুপার্ক,ঈদগাহ মাঠ,শহিদ দারোগ আলী পার্ক ও বিনোদন কেন্দ্রসহ অন্যান্য স্থানে।
ঈদের দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শিশুদের দাপট ছিল সর্বত্র। বন্ধু-বান্ধবীদের সঙ্গে দল বেধে বিনোদন পার্কে তাদেরকে ঘুরে বেড়াতে এবং খেলাধূলা করতে দেখা গেছে।
শেরপুর শহিদ দারোগ আলী পার্ক ও তৎসংলগ্ন পৌর চিলড্রেন কর্ণার(শিশুপার্ক), পৌর ঈদগাহ মাঠসহ আশেপাশের এলাকায় শিশু কিশোরদের ভিড় ছিল খুব বেশি । শিশুপার্কে বিভিন্ন রাইড চড়ে শিশুরা নানা ধরণের আনন্দে মেতেছিল।
রংবেরংয়ের পোষাক পড়া শিশুরা চটপটি, ফুসকা, আচার, চানাচুর,আইসক্রিম, কোক খেয়েছে তাদের ইচ্ছে মত। ঈদের দিন শিশুপার্কের সামনে ছোট্ট মেলা বসে। এ মেলায় বেলুন, মাটির খেলনা, প্লাষ্টিকের খেলনা সামগ্রীসহ শিশুদের আকৃষ্ট করে এমন বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।
শিশুরা ওই মেলা থেকে তাদের পছন্দের বেলুনসহ খেলনা সামগ্রীও কিনেছে মনের আনন্দে।
শিশুরা জানায়, তাদের অনেকেই এবার ঈদে মা, বাবা ,মামা, চাচা ও দাদীসহ অন্যন্য আত্মীয় স্বজনদের সালাম করে ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত সালামি পেয়েছে। সালামির টাকা হাতে পেয়েই ঈদের দিনে তাই তারা ভেসে চলছিল বাধাহীন প্রাণছোঁয়া আনন্দ উচ্ছ্বাসে।