
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ এএম
বাঘায় দুপক্ষের সংঘর্ষে আহত ২, দোকান ও মোটরসাইকেল ভাঙচুর

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৯:৪৩ এএম

আরও পড়ুন
রাজশাহীর বাঘায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার বাউসা বাজারে হওয়া এ ঘটনায় আহত হয়েছে অন্তত দুজন। ভাঙচুর করা হয়েছে দোকানপাট ও মোটরসাইকেল।
পূর্ব শত্রুতার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে বাউসা ইউনিয়নের দিঘা ১ নাম্বার ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি সৌরব আহমেদের গতিরোধ করে মারধর করে বিএনপির কর্মী রাজীব হোসেন, আরাফাত আহমেদ ও মোমিন হোসেন। এর জেরে রাত ৮টার দিকে বাউসা বাজারে থাকা রাজিবের ওপর হামলা করে শিবিরের নেতাকর্মীরা। মারধরের খবর শুনে বাজারে ছুটে আসে বিএনপির নেতাকর্মীরা। এরপর উভয় পক্ষের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
এ সময় জামায়াতের কর্মী মিজানুর রহমানের ওষুধের দোকান, রফিকুল ইসলামের জুতার দোকান ও ইমারত শ্রমিক আকবর হোসেনের দোকানে হামলা করে ভাঙচুর করা হয়। এছাড়া জামায়াত নেতা মজিবর রহমান ও আমির উদ্দিনের মোটরসাইকেল এবং আক্কাছ আলীর ভ্যানে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা।
বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, ঘটনা জানার পর বাউসা বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। আহত সৌরভ বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।