
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ এএম
বগুড়ায় প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, নারীদের জন্য ব্যবস্থা

বগুড়া ব্যুরো
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৯:৫৭ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী নামাজে ইমামতি করবেন। এবারই প্রথম এ মাঠে নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে।
তবে আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রীয় বড় মসজিদে ও বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ হবে।
জেলার ১২ উপজেলায় এবার এক হাজার ৮০৩টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষে মাঠের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক হোসনা আফরোজা এ তথ্য দিয়েছেন।
এছাড়া জেলার অন্যান্য ঈদগাহ মাঠে সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে নামাজ আদায় করা হবে। শহরের জামিল মাদ্রাসায় সকাল ৭টায়, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন মাঠে সকাল সাড়ে ৭টায়, একই সময়ে চকলোকমান লতিফপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হবে।
সকাল পৌনে ৮টায় শহরের মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও বৃন্দাবনপাড়া ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ, নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কটনমিল জামে মসজিদ, শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ, সুলতানগঞ্জপাড়া সত্যপীরতলা ঈদগাহ মাঠ এবং মালতিনগর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং ঠনঠনিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হবে। ঠনঠনিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় দ্বিতীয় জামাতের আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় ধাওয়াপাড়া বাইতুল সালাম জামে মসজিদ, ঠনঠনিয়া পশ্চিমপাড়া, ঠনঠনিয়া মাদ্রাসা ও শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া বায়তুর রহমান জামে মসজিদ ঈদগাহ মাঠে নামাজ হবে। সকাল পৌনে ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ৮টা বগুড়া জিলা স্কুল মাঠে বাংলাদেশ জমিয়োতে আহলে হাদিসের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামতি করবেন মাওলানা শাইখ আবু নছর মুহাম্মদ ইয়াহইয়া। এখানে নারীরাও অংশ নিতে পারবেন।
ঈদের নামাজের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।