
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ এএম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে তালতলীতে ঈদ উদযাপন

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৬:৫০ পিএম

আরও পড়ুন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার তালতলী উপজেলার বেশ কয়েকটি পরিবার ঈদ পালন করেছে। রোববার সকাল ১০টায় উপজেলায় সোনাকাটা ইউনিয়নের নিদ্রার চর গ্রামের ইউসুফ মৃধা বাড়ি জামে মসজিদে তাদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতের ইমামতি করেন ওই মসজিদের ইমাম ইমাম মাওলানা মো. সাব্বির রহমান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, সৌদির সঙ্গে মিল রেখে রোজা রেখেছি। আবার সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছি।
মাওলানা মো. সাব্বির রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা ঈদ পালন করছি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন সৌদি আরবেরে সঙ্গে মিল রেখে তালতলী উপজেলার একটি গ্রামের মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায়কে কেন্দ্র করে সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশের নজরদারি ছিল।