
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ এএম
এক দিন আগেই ঈদের আনন্দ জেলে পরিবারে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৪:৫৭ পিএম

আরও পড়ুন
ব্রহ্মপুত্র নদে জেলার যাত্রাপুর এলাকায় আকালু (৫৫) নামে এক জেলের জালে ৯৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি কুড়িগ্রামের চিলমারী উপজেলাধীন রমনা ঘাট এলাকায় নিয়ে আসে মাছ ব্যবসায়ী ফুল মিয়া (৪২)। ঈদের এক দিন আগেই তার পরিবারে ঈদের আনন্দ বইছে।
মাছটি নিয়ে আসলে এত বড় বাঘাইড় মাছ দেখতে পথচারীসহ উৎসুক জনতা ভিড় জমায়। পরে সেখানে মাছটি কেটে ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে আকালু জাল ফেলেন। তার জালে ৯৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। জেলের নিকট থেকে মাছটি কিনে নেন রমনা ডাটিয়াপাড়া এলাকার মাছ ব্যবসায়ী ফুল মিয়া। এ সময় ওই ঘাটে মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান।
পরে দুপুরে উপজেলার টোলোরমোড় এলাকায় মাছ ব্যবসায়ী ফুল মিয়া ৯৫ কেজি ওজনের মাছটি কেটে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকায় খুচরা বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী ফুল মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে। বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে কেটে খুচরা বিক্রির কথা জানান তিনি। এছাড়াও বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা, রাজনীতিবিদরা তার কাছ থেকে এসব মাছ কিনে নেন।
উপজেলার মৎস্য অফিসার মো. বদরুজ্জামান রানা যুগান্তরকে জানান, এ সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এ রকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এই এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করা হচ্ছে। যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে।