
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:২৭ পিএম
চট্টগ্রামে প্রাইভেটকার আটকে গুলি, নিহত ২

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:১৫ পিএম

চট্টগ্রাম নগরীর মোটরসাইকেল দিয়ে প্রাইভেটকারের গতিরোধ করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেটকারে থাকা চারজন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে প্রাণ হারিয়েছেন দুজন। আর বাকি দুজন গুলিবিদ্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।
শনিবার রাত পৌনে ৩টার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোডে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, প্রাইভেটকার চালক মানিক ও আবদুল্লাহ। চমেকে চিকিৎসাধীন দুজন হলেন, হৃদয় ও রবিন।
মৃত মানিকের স্বজনরা জানিয়েছেন, সরোয়ার নামে এক ব্যক্তির প্রাইভেট কার চালাতেন মানিক। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। নিহত আবদুল্লাহর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, এক্সেস রোডে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়। দুজনকে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৩টার দিকে নগরীর এক্সেস রোডের গুলজার বেগম মোড়ে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়। অস্ত্র নিয়ে বেশ কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেল নিয়ে একটি প্রাইভেটকারকে তাড়া করে। চলন্ত প্রাইভেটকারকে লক্ষ্য করে একপর্যায়ে গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেটকারে থাকা চার জনই গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুঞ্জন উঠেছে, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ার জন্য এ প্রতিশোধ নেওয়া হয়েছে।
নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার আমিরুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ দুই জনের লাশ চমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত এবং আহতরা সবাই প্রাইভেট কারে ছিল। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।