
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ১১:৩১ পিএম
মহাসড়কে নেই গাড়ির চাপ, চলছে তিন চাকার রাজত্ব

টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৩:২৯ পিএম

আরও পড়ুন
পবিত্র ঈদুল ফিতরকে সামানে রেখে রাজধানী থেকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার পালা চলমান। গ্রামে যেতে রাস্তায় যানজট নিত্যদিনের সঙ্গী হলেও এবার মহাসড়কে ভোগান্তি অনেকটাই কম। লম্বা ছুটি হওয়ায় আগেই মানুষ নাড়ির টানে বাড়ি চলে গেছে। এখন মহাসড়কে যানবাহনের চাপ তুলনামূলকভাবে অনেক কম। এর জেরে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক।
শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে এ চিত্রই দেখা গেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত গণপরিবহণ খুব
কম দেখা গেছে। মহাসড়কে ব্যাক্তিগত গাড়ি, অটোরিকশা ও ইজিবাইকের পরিমাণ ছিল চোখে পড়ার
মতোন। মাঝে মাঝে পণ্যবাহী গাড়ি চলাচল করলেও মহাসড়ক অটোরিকশার নিয়ন্ত্রণে। একই অবস্থা
টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক সড়কেরও।
যাত্রীদের অভিযোগ, গণপরিবহণ কম থাকায় অটোরিকশার চালকেরা ভাড়া বেশি নিচ্ছেন।
গ্রামের বাড়ি ময়মনসিংহে যাওয়ার জন্য টঙ্গীর মিলগেটে দাঁড়িয়ে ছিলেন আব্দুল
হান্নান। তিনি বলেন, ‘রাস্তা একবারেই ফাঁকা। তবে বাস পাচ্ছি না। গ্রামের বাড়ি যাব কি
করে, ভাবছি।’
নরসিংদীগামী একটি যাত্রীবাহী বাসের চালক জাকির হোসেন বলেন, ‘মানুষ লম্বা
ছুটি পেয়ে চলে গেছে। এখন জরুরি মানুষ শুধু যাচ্ছে। যাত্রী কম হওয়ায় গাড়ি ছাড়ছেও কম।’
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘মনিটরিংয়ের কারণে যানজট কম।
এছাড়া লম্বা ছুটিতে মানুষও চলে গেছে। আশা করি
যানজট হবে না।’
টঙ্গীতে দায়িত্বরত ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন,
‘রাস্তাঘাট প্রায় ফাঁকা। কিছু কিছু গার্মেন্টস দুপুরের মধ্যে ছুটি হয়ে গেলে পুরোপুরি
ফাঁকা হয়ে যাবে।’