
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:১১ পিএম
ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা তিন চাকার বাহন

সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১১:২৬ পিএম

আরও পড়ুন
ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে তিন চাকার বাহনগুলো। শুক্রবার সকাল থেকে মহাসড়কে যাত্রী ও যানবাহন চাপ বাড়লেও সড়কে কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুপুরের পর থেকে সড়কে আরও যাত্রী ও যানবাহনের চাপ কয়েকগুণ বাড়তে থাকে।
ঠিক ওই সময় মহাসড়কের সার্ভিস লেনের উল্টো পথে যেতে দেখা যায় তিন চাকার বাহন ব্যাটারিচালিত মিশুক, অটোরিকশা ও সিএনজি। আর ওই সময় সড়কে যানজটের সৃষ্টি হয়, তখন কিছু কিছু যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটেও যেতে দেখা যায়।
শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অংশের শিমরাইল মোড়ে এই চিত্র দেখা যায়।
একটি পোশাক কারখানার শ্রমিক আমেনা বলেন, ‘মদনপুর থিকা বাসে উঠছি। কাঁচপুর আইয়া গাড়ি থাইম্মা আছে। ২৫ মিনিট এল্লিগা গাড়িত্তে নাইম্মা আইট্টা (হেঁটে) এনো আইয়া দেহি রাস্তার ভিত্তে অটোওয়ালারা উলটা অটো ঢুকাইয়া রাস্তাডারে জ্যাম লাগায় রাখছে পুলিশ কী দেখে না এডি? এডিরে উল্ডা না যাইতে দিলেও তো জ্যামডা লাগে না।’
আইয়ুব আলী নামে এক ব্যবসায়ী বলেন, মহাসড়কে উল্টো পথে চলাচল করা এই সব অটো বন্ধ করা উচিত; না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। যানজট লেগে থাকবে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই আবু নাঈম বলেন, মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। মহাসড়কে তিন চাকর বাহগুলোকে আটক করে মামলা দেওয়া হচ্ছে। এছাড়া এদেরকে ডাম্পিং করা হচ্ছে। তারপরও কিছু কিছু চালকরা অটো নিয়ে মহাসড়কে উঠে যায়। আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।