
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পিএম
চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টা, দোকানিকে বেঁধে মারধর

কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৮:৫২ পিএম

আরও পড়ুন
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমানকে (৪০) আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ জিরারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, স্থানীয়রা দোকানি হাবিবুরকে বেঁধে মারধর করে। পরে দুপুর ১টার দিকে খবর দিলে পুলিশ অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দিয়েছেন।
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হাবিবের দোকানে চিপস কিনতে যায় শিশুটি। তখন দোকানটি বন্ধ থাকলেও দরজাটা একটু খোলা ছিল। শিশুটি চিপস কিনতে দরজা দিয়ে দোকানের ভেতরে গেলে দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা এসে বন্ধ দোকানের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার এবং দোকানিকে আটক করেন।