
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পিএম
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ঈদসামগ্ৰী বিতরণ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৭:২৩ পিএম

আরও পড়ুন
মাদারগঞ্জে প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত ৩২৩ পরিবারের মধ্যে ঈদসামগ্ৰী বিতরণ করা হয়েছে। বুধবার সংগঠনের পৌর এলাকার বালিজুড়ী বাজারে অবস্থিত কার্যালয় থেকে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।
সুবিধাবঞ্চিতদের মধ্যে বিতরণকৃত ঈদসামগ্রীর মাঝে ছিল ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি পোলাওয়ে চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট গুঁড়ো দুধ, কিসমিস ও গায়ে মাখা সাবান।
ঈদসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবক কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।
আরও বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য শাহজাহান সিরাজ, নির্বাহী কমিটির সাবেক সদস্য রকিবুল ইসলাম, ইয়াসিন আরাফাত, শাখাওয়াত হোসেন সুমন, এমডি মামুন, রবিউল ইসলাম রতন, রবিন চৌধুরী প্রমুখ।