
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পিএম
ঈদের ছুটিতে বাড়ি ফিরল এসআই কবিরের লাশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৭:০৫ পিএম
-67e69eb17f43c.jpg)
আরও পড়ুন
ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করার কথা ছিল এসআই ফজলুর রহমান কবিরের।
শুক্রবার (২৮ মার্চ) বাড়িতে ফিরেছেন ঠিকই, তবে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে লাশ হয়ে। নিহত ফজলুর নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের মৃত শুনু মিয়ার ছোট ছেলে।
জানা গেছে, ২০০৬ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন কবির। এরপর পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ৬ বছর আগে উপপরিদর্শক (এসআই) হন। বর্তমানে ঢাকার সাভার থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার নিয়ে ঢাকার সাভারে বাস করতেন তিনি। শুক্রবার ঈদ করতে বাড়িতে যাওয়ার কথা ছিল; কিন্তু বৃহস্পতিবার সাভার থানা এলাকায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি ভ্রাম্যমান আদালতে অন্যদের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালন শেষে দুপুর ২টার দিকে স্থানীয় একটি পেট্রলপাম্পে রাখা মোটরসাইকেল নিয়ে থানায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শ্যামলীর একটি স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। শুক্রবার ভোরে একটি ফ্রিজিং গাড়িতে গ্রামের বাড়িতে পৌঁছে কবিরের লাশ।
সিভিল এভিয়েশনে কর্মরত নিহত কবিরের বড় ভাই হারুন অর রশিদ জানান, সাভার থানা পুলিশ সঙ্গে সঙ্গে তাদের ঘটনাটি জানিয়েছে। সবাই এসেছে তবে আমার আদরের ছোট ভাইটি লাশ হয়ে ফ্রিজিং গাড়িতে করে এসেছে।
কবিরের বাড়িতে আগত সাভার থানায় কর্মরত এএসআই নেসার উদ্দিন জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, জানাজায় অংশগ্রহণসহ সব ধরনের সহযোগিতা করতে এসআই সালামের নেতৃত্বে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।