
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:০৩ পিএম
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ মানবপাচার চক্রের মূলহোতা গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৬:৫৭ পিএম
-67e69cd1e6c0d.jpg)
আরও পড়ুন
কক্সবাজারের টেকনাফে কেফায়েত উল্লাহ নামে এক অপহরণ ও মানবপাচার চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। বাহারছড়া কচ্ছপিয়া ৮নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টেকনাফ থানা পুলিশ।
গ্রেফতার কেফায়েত টেকনাফ বাহারছড়া এলাকার নুর হোছন প্রকাশ হোছনের ছেলে।
ওসি গিয়াস উদ্দিন জানান, টেকনাফ সদরের হাজংপাড়ার কেফায়েত উল্লাহর নির্মাণাধীন নতুন সেমিপাকা বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ৩টি দেশীয় এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতার কেফায়েতের বিরুদ্ধে পূর্বে খুন, অপহরণ ও মানবপাচার আইনে ১১টি মামলা রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।