
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে যানবাহনের চাপ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম

আরও পড়ুন
ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করতে দক্ষিণাঞ্চলের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাওয়া প্রান্তে যানবাহনের চাপ রয়েছে। তবে পদ্মা সেতু দক্ষিণ টোলপ্লাজা থেকে ভাঙ্গা পর্যন্ত সড়কে তেমন চাপ চোখে পরেনি। নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এমন টিত্র দেখা গেছে।
দেখা গেছে, পদ্মা সেতুর উত্তর প্রান্ত অর্থাৎ মাওয়া প্রান্তে যানবাহনের চাপ রয়েছে। প্রায় ৩ কিমি. এলাকাজুড়ে এ চাপ রয়েছে বলে জানা গেছে। তবে পদ্মা সেতুর দক্ষিণপ্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ নেই। নির্বিঘ্নে দক্ষিণাঞ্চলমুখী যানবাহন চলছে। তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন দুপুরের পরে সড়কে চাপ আরও বাড়তে পারে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন জানান, মাওয়া প্রান্তে চাপ থাকলেও জাজিরা প্রান্তে কোনো চাপ নেই। দক্ষিণ থানা পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।