
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:১৫ পিএম
গাজীপুরে মহাসড়কে যানবাহনের চাপ, বিভিন্ন পয়েন্টে জটলা

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:৫৭ পিএম

ঈদের বাকি আর তিন দিন। পরিবারের সঙ্গে ঈদ পালন করতে শহর ছেড়ে গ্রামের পথে কর্মজীবী মানুষেরা। গত দুই দিন হলো মহাসড়কে চাপ থাকলেও শুক্রবার সকাল থেকে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়েছে। অতিরিক্ত চাপে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিবহণের জটলা বেঁধেছে। তবে এখন পর্যন্ত বড় কোনো যানজট ও ভোগান্তির দেখা মেলেনি।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। রাতভর ঘরমুখো মানুষেরা বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন যাত্রী সাধারণ। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় কাজ করছে জেলা, মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের চার হাজার সদস্য।
রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কের উত্তরবঙ্গগামী একপাশে থেমে যানজট সৃষ্টি হয়েছিল। সকালে পরিস্থিতি স্বাভাবিক উপজেলার সফিপুর উড়াল সড়ক থেকে চন্দ্রা পর্যন্ত দীর্ঘ জটলার সৃষ্টি হয়েছে। পাশাপাশি চন্দ্রায় যানবাহনের চাপ থাকায় ওই মোড়ে ধীরগতিতে গাড়ি চললেও যানজট পরিস্থিতি তৈরি হয়নি।
অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার, সালনা ও টঙ্গী কলেজগেট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বেশি থাকায় জটলা বেঁধেছে।
এদিকে মহাসড়ক থেকে রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে। জয়দেবপুর রেলওয়ে জংশনে সকাল হতে যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেন আসলেই দৌড়াদৌড়ি করে ঝুকি নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। তবে স্টেশনে দুপুরের পর আরও চাপ বাড়বে বলে জানান স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তারা।
কারখানা সূত্রে জানা গেছে, আজকে অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণার কথা রয়েছে। বিকালের দিকে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য ঈদের থেকে এবার ঈদে তুলনামূলক বেশি ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাড়ি যাচ্ছেন।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইচ উদ্দিন বলেন, মহাসড়কের নিরাপত্তা রক্ষায় জেলা, মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের চার হাজার সদস্য কাজ করছেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।