Logo
Logo
×

সারাদেশ

ঈদ উপলক্ষে অপরাধ ঠেকাতে মহাসড়কে দুটি ওয়াচ টাওয়ার

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম

ঈদ উপলক্ষে অপরাধ ঠেকাতে মহাসড়কে দুটি ওয়াচ টাওয়ার

মাধবপুরে ঈদে চুরি, ছিনতাই ও  বিভিন্ন অপরাধ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে অপরাধ ঠেকাতে নির্মাণ করা হয়েছে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার। বাস টার্মিনাল, হাট-বাজারে বিভিন্ন এলাকার থাকবে পুলিশের কড়া নজরদারি।

শুক্রবার বিকেলে মাধবপুর থানা থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে একটি মোটরসাইকেল মহড়া বের করা হয়।  উপজেলা সদর বাজারসহ উপজেলার বিভিন্ন সড়ক, এলাকা প্রদক্ষিণ করে পুলিশের উপস্থিতি জানান দেন। 

ইতোমধ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলা সদরে দুটি ওয়াচ  টাওয়ার নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ারের চৌকি থেকে মহাসডক পর্যবেক্ষণ করা হবে। শুক্রবার বিকালে ওয়াচ টাওয়ারের উদ্বোধন করা হয়।

ওসি জানান, ইতোমধ্যে ঈদ উপলক্ষে বিভিন্ন বিপণিবিতান, হাট-বাজার, সড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে স্পর্শকাতর স্থান, সড়ক, স্থাপনা, বিপণিবিতান, বাসস্ট্যান্ড, পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে। ছিনতাইকারী, ডাকাত, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম সক্রিয় রয়েছে।এখন পর্যন্ত মাধবপুরের পরিস্থিতি স্বাভাবিক।

মাধবপুর ঈদ চুরি ছিনতাই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম