
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম
বিবস্ত্র করে ভিডিও: ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গ্রেফতার

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪:৫৭ পিএম

আরও পড়ুন
বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা আবুল কালাম ওরফে গদি কালামকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আবুল কালাম পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে বিএনপি নেতা কালাম ও তার সহযোগীরা প্রবাসী নাজমুল জমাদ্দারকে জোর করে একটি আবাসনে নিয়ে যান। সেখানে আগে থেকেই রাখা এক নারীর পাশে বসিয়ে তার পোশাক খুলতে বাধ্য করা হয়। সেই দৃশ্য নিজেদের মোবাইল ফোনে ধারণ করে তারা। পরে সেই ভিডিও দেখিয়ে নাজমুলের কাছে চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে কিছু টাকা দেয় ওই প্রবাসী।
চাঁদার সম্পূর্ণ টাকা দিতে না পারায় ভিডিওটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ করে বিএনপি নেতা কালাম। এ ঘটনায় ভুক্তভোগী নাজমুল জমাদ্দারের মা রানী বেগম বৃহস্পতিবার রাতে পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। ওই মামলায় প্রধান আসামি করা হয় কালামকে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেফতার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।’