
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম
গৌরীপুরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চালক আহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ময়মনসিংহের গৌরীপুরে চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ট্রেনের চালক হাফিজুর রহমান চোখে ও ঠোঁটে মারাত্মক আহত হন। এতে ট্রেনটি আবারও গৌরীপুর জংশনে উল্টো ফিরে আসে। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে।
ট্রেনের চালক হাফিজুর রহমান যুগান্তরকে জানান, চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাত ১১টা ৩ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি প্রায় এক মিনিট চলার পরে স্টেশনের আবাসিক কোয়ার্টার এলাকা অতিক্রমের সময় ট্রেনের ডানপাশে এলোপাতাড়িভাবে দুর্বৃত্তরা কয়েকটি পাথর ছুড়ে মারে। এতে তিনি চোখে ও ঠোঁটে আঘাত পান এবং সামনে কিছু দেখছিলেন না।
তিনি জানান, ঘটনার সময় ৩-৪ জন ছেলে ছিল। যাদের বয়স ১৫ থেকে ২০ হবে।
ট্রেনের লোকোমাস্টার এনামুল কবীর জানান, যেহেতু তিনি আহত হয়েছেন। তাই ট্রেনটিকে আবারও স্টেশনে ফিরিয়ে নিয়ে আসা হয়। আহত চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি জানান, আহত চালকের পরিবর্তে আরেকজন চালক ময়মনসিংহ থেকে আসছেন। তিনি এলে ট্রেনটি আবারও চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে।
ট্রেনের পরিচালক আমিনুল ইসলাম জানান, ইঞ্জিনের ডানপাশে জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনের কোনো ক্ষতি হয়নি। ১৫টি কোচে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার সফিকুল ইসলাম জানান, গৌরীপুর জংশনের হোম সিগন্যালের কাছে দাঁড়িয়ে থাকা দুর্বৃত্তরা চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে। ট্রেনটি ১ ঘণ্টা ৪৩ মিনিট বিলম্ব হয়। রাত ১২টা ৪৩ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।