
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম
ভারত থেকে এলো সাড়ে ৯ হাজার টন চাল

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:৫২ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
ভারত থেকে আরও সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার ‘এমভি ইয়াং শেং ১৫১’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে বলে চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা। ইতোমধ্যে জাহাজটি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার থেকে খালাস শুরু হতে পারে।
চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছরের জানুয়ারিতে সম্পাদিত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৫) ভারত থেকে ৯ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি ইয়াং শেং ১৫১’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমদানি করা চালের নমুনা সংগ্রহ করেন। তা ল্যাবে পরীক্ষাও করা হয়। পরীক্ষা করে চালের গুণগতমান ভালো ও খাওয়ার উপযোগী বলে প্রতিবেদন দেওয়ার পর খালাস শুরু হবে। এসব আতপ চাল দেশের বিভিন্ন সেন্ট্রাল স্টোরেজ ডিপো- এলএসডি ও লোকাল স্টোরেজ ডিপো-এলএসডিতে পাঠানো হবে।
চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দফতরের সহকারী নিয়ন্ত্রক (সার্বিক) দেলোয়ার হোসেন মজুমদার যুগান্তরকে জানান, ভারত থেকে সাড়ে ৯ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার থেকে চাল খালাস শুরু হবে।