
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম
নিজ ঘরে ইঁদুরের গর্তে থাকা সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:৪৩ পিএম

আরও পড়ুন
ময়মনসিংহের গফরগাঁওয়ে সাপের কামড়ে জোসনা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ ঘরে ইঁদুরের গর্তে থাকা সাপের কামড়ে তিনি মারা যান।
নিহত গৃহবধূ বাসুটিয়া গ্রামের মাইনুদ্দিনের স্ত্রী। তাদর তিন সন্তান রয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।