
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:১৬ পিএম
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে রাঙামাটিতে ২ ভারতীয় আটক

রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৪:১৮ পিএম

আরও পড়ুন
রাঙামাটির বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৭ মার্চ) দুপুরে ছোটহরিনা বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জ্ঞানরঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)।
বিজিবি সূত্রে জানা যায়, তারা দুজনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন বরকল উপজেলায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দুজনেই ভারতীয় নাগরিক। তারা ছোটহরিনা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করার পাশাপাশি বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে পাচারের উদ্দেশ্যে এসেছিল।
বিষয়টি নিশ্চিত করে বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বলেন, তাদের গতিবিধি সন্দেহজনক হলে ওই দুই ভারতীয় নাগরিককে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের কাছ থেকে ৭২ হাজার টাকাসহ ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে। তারা ভারতীয় পণ্য নিয়ে এ দেশের বাজারে বিক্রি এবং বাংলাদেশের পণ্য ভারতে পাচার করে আসছিলেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।