Logo
Logo
×

সারাদেশ

খাগড়াছড়িতে বিপন্ন বনপ্রাণী গন্ধগোকুল উদ্ধার

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

খাগড়াছড়িতে বিপন্ন বনপ্রাণী গন্ধগোকুল উদ্ধার

খাগড়াছড়িতে বিপন্ন বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলার জালিয়াপাড়ার একটি সেতুর নিচ থেকে স্থানীয়রা প্রাণীটি উদ্ধার করে বন বিভাগকে অবহিত করে। 

পরে দুপুরে উদ্ধার গন্ধগোকুলটি আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা ফাহিম ফয়সাল বলেন, স্থানীয়রা ব্রিজের নিচে প্রাণীটি দেখতে পেলে আমি গিয়ে উদ্ধার করি। পরে জালিয়াপাড়া বন অফিসকে অবগত করলে বিভাগীয় বন অফিসে নিয়ে আসি। 

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গন্ধগোকুল বা Asian Palm Civet নিশাচর প্রাণী। ইঁদুর ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকদের উপকার করে এবং ফল খাওয়ার পর তাদের মলের সঙ্গে নির্গত বীজগুলোর শতভাগ অঙ্কুরোদগম হয়, যা উদ্ভিদ বিস্তারে সহায়তা করে। উদ্ধার করা গন্ধগোকুলটি সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করা হয়েছে। 

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা এর গন্ধগোকুল বিপন্ন তালিকায় অন্তর্ভুক্ত। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত।

খাগড়াছড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম