Logo
Logo
×

সারাদেশ

‘শহিদ আবু সাঈদের চেতনাবিরোধী ভাস্কর্যের নামে মূর্তি তৈরি বন্ধ করতে হবে’

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৪:১৪ পিএম

‘শহিদ আবু সাঈদের চেতনাবিরোধী ভাস্কর্যের নামে মূর্তি তৈরি বন্ধ করতে হবে’

খেলাফত মজলিসের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা মুফতী শিহাবুদ্দীন বলেছেন, শহিদ আবু সাঈদের চেতনাবিরোধী ভাস্কর্যের নামে মূর্তি তৈরি বন্ধ করতে হবে। 

বুধবার হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রার আয়োজন; কলকাতার বাবুদের হিন্দুয়ানি সংস্কৃতি এবং নতুন বাংলাদেশে পশ্চিম বাংলার সংস্কৃতি চলতে দেয়া যায় না। এটি অবিলম্বে বন্ধ করতে হবে। 

উপজেলা শাখার সভাপতি মাওলানা কারি আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দীন মুনীর, হাটহাজারী আল আমিন সংস্থার সেক্রেটারি আহসান উল্লাহ মাস্টার, জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র নেতা ফৌজুল কবির, ইসলামি আন্দোলন হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল আজিজ, বাংলাদেশ খেলাফত মজলিস হাটহাজারী উপজেলা সভাপতি মাওলানা ওজায়ের হামিদি ও হেফাজতে ইসলাম হাটহাজারী পৌর শাখার সহসভাপতি মাওলানা আলী আকবার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আবু সিদ্দীক, উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা মো. তাহের, উত্তর জেলা শাখার সহসভাপতি মাওলানা জালাল উদ্দীন মাছুম, উত্তর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ মিনহাজসহ আরও অনেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম