
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০১:০৪ এএম
শাহজাদপুরে স্বজনদের মহান স্বাধীনতা দিবস পালন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:২০ পিএম

আরও পড়ুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ২৬ মার্চ বুধবার যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ দিবস পালন উপলক্ষে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, শিশু সংগঠন ভোর হলো, শাহজাদপুর শিল্পকলা একাডেমি ও শাহজাদপুর উপজেলা পরিষদ যৌথভাবে দিন ব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।
অনুষ্ঠানের মধ্যে ছিল, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, হাইস্কুল মাঠে কুচকাওয়াজ শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন- শাহজাদপুর থানার ওসি আসলাম আলী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারমিন আলম, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা কবি ম. জাহান প্রমুখ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বায়জিদ হোসেন, আব্দুল হালিম, ওস্তাদ বায়জীদ হোসেন, আব্দুল মতিন, মীর বাবুল হোসেন, বাবুল শেখ, প্রথমা, আনুষ্কা বসাক, স্বর্ণ দত্ত, অথৈ, প্রিয়ন্তী, রাত্রি, শৈলী, হ্যাপী, জয়ীতা, বন্ধন, রিমঝিম, মাহিয়া, সুপ্তি, প্রীতম, তরিকা, অন্তী রাণী, প্রজ্ঞা, স্বপ্ন, জারা, শশি, অরিত্রিকা, মিন্টু, ফাহমিদা, ফুয়াদ, শ্রুতি, সোয়েবা, নাফিসা, মাইশা, পাপিয়া, মালিহা, নাজমা সুলতানা, সাগর কুমার, স্বচ্ছ, নিমাই প্রমুখ।