তারেক রহমানের নির্দেশে সোনাগাজীতে কৃষক দলের ঈদ উপহার বিতরণ

সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম

ফেনীর সোনাগাজীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুউদ্দিন খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চরচান্দিয়া ইউনিয়নের এক হাজার দরিদ্র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ আনোয়ারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দল নেতা নুর করিম, পৌর কৃষক দল নেতা তোতা মিয়া, বিএনপি নেতা আবুল কালাম কোম্পানি ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক জাহেদ হোসেন রুবেল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ নিজাম উদ্দিন।