
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:২৭ পিএম
খাগড়াছড়িতে গভীর রাতে আগুনে পুড়ল ২০ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১১:৫২ এএম

খাগড়াছড়ির দীঘিনালায় আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বোয়ালখালি নতুন বাজারে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এতে হোটেল, মুদি দোকান, কুলিং কর্নার ও কাঠের দোকানসহ প্রায় ২০টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে লারমা স্কয়ারের পাশে বোয়ালখালী বাজারে তৃপ্তি হোটেল থেকে আগুনের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত করা যায়নি।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাকের হোসেন বলেন, জেলা সদর ও দীঘিনালা ফায়ার সার্ভিসে ৪টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে অন্তত ১০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে গত ৭ মার্চ রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় দীঘিনালায় পুড়ে যায় ১২ দোকান।