
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০৯:০০ এএম
ধানখেতে নিয়ে নববধূকে ধর্ষণচেষ্টা, অটোরিকশাচালক গ্রেফতার

বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৭:৫৮ পিএম
-67e2b674700cb.jpg)
আরও পড়ুন
বগুড়ার ধুনটে এক নববধূকে ধানখেতে নিয়ে ধর্ষণচেষ্টার মামলায় হিরোন সেখ (২৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্র জানায়, হিরোন সেখ বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের ইসমাইল সেখের ছেলে। ওই গ্রামের এক পরিবহণ শ্রমিক গত বছরের জুলাই মাসে তার মেয়েকে (১৮) পার্শ্ববর্তী শীতলাবিল গুচ্ছগ্রামে বিয়ে দেন। বিয়ের পর থেকে হিরোন শেখ ওই নববধূকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি হিরোনের পরিবারকে জানানো হলে তিনি ক্ষুব্ধ হন।
গত বছরের ১৪ অক্টোবর দুপুর ১২টার দিকে ওই নববধূ বাড়ির কাছে ফসলের মাঠে ছাগল চড়াতে যান। এ সময় হিরোন সেখ তাকে একা পেয়ে ধানখেতের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। নববধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হিরোন কৌশলে পালিয়ে যান। এ ব্যাপারে ওই নববধূর বাবা গত বছরের ১৮ অক্টোবর ধুনট থানায় হিরোনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর হিরোন সেখ ঢাকায় পালিয়ে গিয়ে অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন।
বগুড়ার ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, গোপনে খবর পেয়ে গত ২৩ মার্চ রাতে একমাত্র আসামি হিরোন সেখকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নববধূকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। শিগগিরই আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।