
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১১:৪২ পিএম
শেখ মুজিবের জন্য দোয়া চাইলেন গাসিক সচিব, অতঃপর...

গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৭:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজনে নির্দেশনার চিঠি দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে।
তার এই বিতর্কিত
চিঠির জেরে নমিতা দে কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন
মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বিশেষ
ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
জানা গেছে,
গত ২০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত এক চিঠিতে জেলার মসজিদে
স্বাধীনতা দিবসে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের
অনুরোধ জানানো হয়। ওই চিঠি প্রকাশের পর সমালোচনা শুরু হয়।
গাজীপুর সিটি
করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয়
দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে,
ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার
মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত
করার জন্য অনুরোধ করা হলো।’
এ বিষয়ে জানতে
চাইলে নমিতা দে বলেন, আগের বছরের চিঠি কম্পিউটার থেকে কপি করে তার সামনে উপস্থাপন করা
হলে তিনি সেটি ভালো করে না দেখে স্বাক্ষর করে দেন। পরে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে
এবং তার নজরে এলে চিঠিটি প্রত্যাহার করা হয় এবং শেখ মুজিবের নাম বাদ দিয়ে নতুন চিঠি
ইস্যু করা হয়।
এ বিষয়ে গাজীপুর
সিটি করপোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, স্বাধীনতা দিবসের একটি চিঠিকে
কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই সচিবকে ওএসডি করেছে।