
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ১২:০৫ এএম
৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, স্কুলের নৈশপ্রহরীকে গণপিটুনি

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৬:০৬ পিএম

আরও পড়ুন
মুন্সীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রী নয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার ধাওয়া পালটা ধাওয়া চলে। ওই নৈশপ্রহরীকে উন্নত চিকিৎসায় ঢাকা নিতে বাধা দেন জনতা।
মঙ্গলবার সকালে শিশুর পরিবারসহ উত্তেজিত জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে ধর্ষণচেষ্টাকারী মধ্য কোর্টগাঁও এলাকার মৃত আ. রহমানের পুত্র আবুল হোসেনকে (৫০) গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে আবুল হোসেনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এদিকে গুরুতর আহত ধর্ষণচেষ্টাকারীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে ভুক্তভোগী পরিবারের স্বজন ও উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও করে বারবার তাকে তুলে নিয়ে মারপিট করার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ধর্ষণচেষ্টাকারীকে ঢাকায় হাসপাতালে পাঠানোর চেষ্টা করেন; কিন্তু উত্তেজিত জনতা বারবার হাসপাতালে আক্রমণ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
সেনাবাহিনীর সদস্যরাও একাধিকবার ধর্ষণচেষ্টাকারীকে গাড়ি এবং অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেলে পাঠানোর চেষ্টা করলে জনতা গাড়ি আটকে রাখেন। পরে বাধ্য হয়ে ধর্ষণচেষ্টাকারীকে আবারও হাসপাতালে নিয়ে নিরাপদ স্থানে রাখেন। দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি হাসপাতাল অবরুদ্ধ ছিলেন। এতে করে হাসপাতালে আসা রোগী ও স্বজনরা পড়েন বেশ বিপাকে।
সোমবার সকালে মুন্সীগঞ্জ শহরের মধ্য কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনার রাতে ভিকটিম চতুর্থ শ্রেণির ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে তাকে ধর্ষণ করা হয়েছে বলে জানায়। এ বিষয়টি জানাজানি হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ ফিরোজ কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ধর্ষণচেষ্টাকারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর চেষ্টা করছে। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে ভুক্তভোগীর পরিবার এবং উত্তেজিত জনতাকে আশ্বাস দিলেও উত্তেজিত জনতা এখনও হাসপাতালের প্রতিটি গেটে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে।