
প্রিন্ট: ১৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ এএম
সাভারে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম

আরও পড়ুন
বিভিন্ন দাবিতে সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকেরা। মঙ্গলবার সকালে হেমায়েতপুরের ঋষিপাড়ায় অবস্থিত জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিকেরা হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কটির দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকরা জানান, ছুটি এক দিন বাড়িয়ে ১০ দিন করা, চলতি মাসের বেতন ও ঈদ
বোনাসের দাবিতে সোমবার আন্দোলন করে কারখানাটির শ্রমিকরা। এর জেরে পুলিশ ৬ শ্রমিককে
আটক করে। তাদের এখনও পুলিশ ছাড়েনি। তাদের মুক্তি ও দাবি নিয়ে মঙ্গলবার বিক্ষোভ করছে
শ্রমিকরা।
আটক শ্রমিকদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বিক্ষুব্ধরা।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে যৌথ
বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। ঈদকে সামনে রেখে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার
বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।’