
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৫:২২ পিএম
আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:৫১ পিএম

আরও পড়ুন
কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির চিহ্নযুক্ত ৬০ জোড়া পোশাকসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার বিকালে উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটে এ অভিযান চালানো
হয়।
আটক ব্যক্তিরা হলেন, ভারুয়াখালী ইউনিয়নের চৌচলামুরা এলাকার শফিকা আক্তার
(৩৭), পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মিনুয়ারা আক্তার (৩৩) ও একই ইউনিয়নের বটতলী
পূর্ব ফারির বিল এলাকার ইকবাল হাসান (১৪)।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, কক্সবাজার থেকে
রোহিঙ্গা ক্যাম্পে আরাকান আর্মির পোশাক পাচার করা হচ্ছে এমন খবরে তেতৈয়া ঘাট এলাকায়
অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের
কাছ থেকে আরাকান আর্মির চিহ্নযুক্ত ৬০ জোড়া পোশাক জব্দ করা হয়। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে
জানিয়েছেন, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এসব পোশাক তৈরি করত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে
ব্যবহারের জন্য সরবরাহ করত।
তবে আটক ব্যক্তিরা সরাসরি আরাকান আর্মির সঙ্গে যুক্ত কিনা, এসব পোশাক
কোথায় নেওয়া হচ্ছিল, আর কারা এ চক্রের সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখছে র্যাব।
ফারুক বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের কক্সবাজার
সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তদন্ত
চলছে।